প্রগতির যাত্রী’র উদ্যোগে নব্বইয়ের সাবেক ছাত্রনেতা নুরুল কায়সার বেলালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন স্মরণসভা অনুষ্ঠিত।
প্রগতির যাত্রী’র উদ্যোগে নব্বইয়ের গণ-আন্দোলনের ছাত্রনেতা ও কর -আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক নুরুল কায়সার বেলালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুম মাধ্যমে এক অনলাইন স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রগতির যাত্রী ডট কম এর প্রধান সম্পাদক উৎপল দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, বিজেএমই এর সাবেক ডিরেক্টর মো:আতিক, সিপিবি পটিয়া উপজেলা নেতা শওকত আলী, ট্রেড ইউনিয়ন কেন্দ্র সংগঠক ও বিলস্ কর্মকর্তা ফজলুল কবির মিন্টু, সাবেক ছাত্রনেতা মিল্টন বড়ুয়া, কাকলী বিশ্বাস, রবীন গুহ সহ অন্যান্যরা। সভায় বক্তারা চট্টগ্রামের নব্বই দশকের স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনসহ সকল প্রগতিশীল আন্দোলনে নুরুল কায়সার বেলালের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। উল্লেখ্য, পেশায় কর-আইনজীবি বেলাল গত ২০২০ সালের ৬জুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।