চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কলেজে রূপান্তর করা হবে– শিক্ষা উপমন্ত্রী
২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে আগামীতে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া হাসপাতালটিতে এমআরআই ও ডায়ালাইসিস মেশিনসহ এইচডিইউ বেড স্থাপনে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (১১ জুন) বিকেলে পিএইচপি গ্রুপের সুফি মিজান ফাউন্ডেশনের পক্ষ থেকে জেনারেল হাসপাতালের জন্য উপহার হিসেবে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, শুরু থেকেই চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের একমাত্র ভরসা ও আস্থার ঠিকানায় পরিণত হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। প্রথম অবস্থায় কোভিড রোগীদের চিকিৎসায় এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় ভেন্টিলেটর, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, প্রয়োজনীয় আইসিইউ বেড সংযোজন ও লিক্যুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বর্তমানে এটি পরিপূর্ণ হাসপাতাল হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উন্নত থেকে উন্নততর করে আগামীতে এ হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের শরীরে এন্টিবডির উপস্থিতি সংক্রান্ত জেনারেল হাসপাতালের গবেষণা কার্যক্রম দেশে প্রথম। গবেষণাটি সত্যিই প্রশংসার দাবি রাখে। এ নিয়ে গবেষণায় ভবিষ্যতে চট্টগ্রাম আরও অনেকদূর এগিয়ে যাবে। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী ও পিইচপি অটো মোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার পারভেজ। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন শিক্ষা উপমন্ত্রী। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অর্থোপেডিক কনসালট্যান্ট ডা. অজয় দাশ, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী। এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে সুবিধাবঞ্চিত নগরবাসীর মাঝে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্ল্যানের আরবান হেলথ কর্মসূচির আওতায় শুক্রবার (১১ জুন) পূর্ব ষোলশহর, উত্তর কাট্টলী জেলে পাড়া ও লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় অসহায় দুস্থ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির নির্দেশনায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৃথকভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। # ১১.০৬.২০২১ চট্টগ্রাম #