চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালকের সাথে জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময় সভায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবী
জাহাজ-ভাঙ্গা শিল্পকে একটি শ্রমিক-বান্ধব, শোভন, নিরাপদ ও টেকসই শিল্প হিসাবে গড়ে তোলার লক্ষে শ্রম আইন ও সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয় পত্র প্রদান এবং বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসরন করে সকল শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ – বিলস ও জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের নেতৃবৃন্দ চট্টগ্রাম বিভাগীয় শ্রম পরিচালক জনাব নাসির উদ্দিনের এক মত বিনিময় অনুষ্ঠিত হয়
আজ ১৫ জুন ‘২১ সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরে উক্ত মত বিনিময়কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শ্রম দপ্তরের সহকারী পরিচালক জনাব শফিকুর রহমান, জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের যুগ্ম আহবায়ক বিলস-এলআরএসসি সেন্টার কোর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি শফর আলী, জাহাজ-ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের কোষাধ্যক্ষ রিজোয়ানুর রহমান খান, ফজলুল কবির মিন্টু এবং মোহাম্মদ আলী
মত বিনিময়ে আলোচনাকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃক বিগত ২৪/৬/২০১৮ তারিখে জারীকৃত প্রজ্ঞাপনে দেখা যায়, অন্যান্য সকল সেক্টরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ক্ষমতা চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরে অর্পিত হলেও জাহাজ ভাঙ্গা পুনঃ প্রক্রিয়াজাতকরণ শিল্প সমূহের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ক্ষমতা বিভাগীয় শ্রম দপ্তরে অর্পিত হয়নি। ফলে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের মাধ্যমে জাহাজ-ভাঙ্গা শিল্পের শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন গঠন ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এমতাবস্থায় বিগত ২৪/৬/২০১৮ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন সংশোধন করে জাহাজ ভাঙ্গা পুনঃ প্রক্রিয়াজাতকরণ শিল্প সমূহের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ক্ষমতা পূর্ববত বিভাগীয় শ্রম দপ্তরে অর্পন করে রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, শ্রম আইনের ১৮৩(২) ধারায় প্রতিষ্ঠানপুঞ্জের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতিষ্ঠান পূঞ্জ বলতে কোন নির্ধারিত এলাকায় একই প্রকারের নির্ধারিত শিল্পে ২০ জনের কম শ্রমিক নিযুক্ত রয়েছেন – এমন প্রতিষ্ঠানকে বুঝাবেন অথচ শিপ ব্রেকিং ইয়ার্ড গুলোতে ৩/৪ শতাধিক শ্রমিক নিযুক্ত থাকলেও শ্রম আইনের ধারা ১৮৩(৩) এর “থ” উপধারায় প্রতিষ্ঠান পুঞ্জের তালিকায় জাহাজ পুনঃ প্রক্রিয়াজাতকরণ সেক্টরকে অন্তর্ভূক্ত করার কারনে ইয়ার্ড ভিত্তিক রেজিষ্ট্রেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। নেতৃবৃন্দ শ্রম আইনের প্রয়োজনীয় সংশোধন করে জাহাজ ভাঙ্গা শিল্পে ইয়ার্ড এবং প্রতিষ্ঠানপুঞ্জ ভিত্তিক রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চালু রাখার জন্য আহ্বান জানান।
এছাড়া মত বিনিময়কালে নেতৃবৃন্দ, জাহাজ-ভাঙ্গা শিল্পে নিয়োজিত শ্রমিকদের সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক ও সকল সবেতন ছুটি প্রদান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা, পেশাগত রোগে আক্রান্তদের ক্ষতিপূরণ ও চিকিৎসা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবী জানান।
চট্টগ্রাম বিভাগীয় শ্রম পরিচালক জনাব নাসির জাহাজ-ভাঙ্গা শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিলস এবং জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দাবী বাস্তবায়নে তার দপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।