প্রবাসের সংবাদ -মস্কোতে স্হানীয় রুশ শিল্পীদের দ্বারা পরিবেশিত রবি ঠাকুরের গানে গানে রবীন্দ্র স্মরণ
গত ১৪ জুন মস্কোস্হ শ্রীচিন্ময় সেন্টার এর উদ্যোগে স্হানীয় একটি সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে রবীন্দ্রসংগীত পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকবি রবি ঠাকুরের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশী রবীন্দ্রসংগীত শিল্পী প্রবীর কুমার সরকারের পরিচালনায় শ্রীচিন্ময় সেন্টারের সদস্য রুশ শিল্পীদের অংশগ্রহনে কয়েকটি রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। আধুনিক বাদ্যযন্ত্রের সাথে পরিবেশিত রবীন্দ্রসংগীতগুলি উপস্হিত রুশ দর্শকদের কাছে ছিল দারুণ উপভোগ্য। প্রতিটি গানের কথা শ্রোতাদের সুবিধার্থে রুশ ভাষায় অনুবাদ করে পাঠ করা হয়। এছাড়াও রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্মের উপর এক সংক্ষিপ্ত প্রবন্ধ পাঠ করা হয়। উল্লেখ্য, শ্রীচিন্ময় সেন্টার নামে সংগঠনটি ঋষি অরবিন্দের অনুসারী যোগ গুরু, কবি ও লেখক শ্রীচিন্ময়ের ভারতীয় আধ্যাত্মিকতাবাদ ও মেডিটেশন নিয়ে কাজ করে। ২০০৭ নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মস্কোসহ সারা পৃথিবী জুড়ে বেশ কয়েকটি শ্রীচিন্ময় সেন্টারে মোট সাত হাজারেরও অধিক অনুসারী রয়েছে বলে জানা যায়। বর্তমানে পৃথিবীর ৫০টিরও বেশি দেশে সংগঠনটি তাদের নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
#১৫/০৬/২০২১, প্রেস বিজ্ঞপ্তি, প্রবীর কুমার সরকার,মস্কো,রাশিয়া#