আগামীকাল জো বাইডেন ও পুতিনের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক
আগামীকাল সুইজারল্যান্ডের জেনেভায় ১৬ জুন গোলার্ধের দুই প্রতিদ্বন্দ্বী শক্তিধর রাস্ট্র যুক্তরাস্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বাইডেন ও পুতিনের এই বৈঠকে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি করোনা মহামারী যৌথভাবে মোকাবেলা ও আঞ্চলিক সংঘাতপূর্ণ প্রেক্ষাপট নিয়েও আলোচনা হবে বলে জানা যায়। ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ, মস্কোতে আজকের এক সংবাদ সন্মেলনে জানান, বিরতি সহকারে বৈঠক চলতে পারে চার-পাঁচ ঘন্টা অবধি। বৈঠকশেষে দুই নেতার যৌথ সংবাদ সন্মেলনের কোন পরিকল্পনা নেই। তবে আলাদাভাবে হতে পারে এই শীর্ষ দুই নেতার সংবাদ সন্মেলন। হোয়াইট হাউজের মুখপাত্রও আলাদা সংবাদ সন্মেলনের কথাই জানিয়েছেন। সেই সাথে আরো যোগ করেছেন, আলোচনা হবে ‘ স্পষ্ট ও সোজাসাপটা’। বাইডেন পুতিনের সাথে আলোচনাতে ইউক্রেন ইস্যু, রাশিয়ার আগ্রাসনী নীতি, রাশিয়াতে ভিন্নমতাবলম্বীদের দমন-পীড়ন, পশ্চিমাদেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কসহ অন্যান্য বিষয় উপস্হাপন করবেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ক্রমবর্ধমান অবনতি কাটিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে দুই নেতার বৈঠক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে বিশেষজ্ঞ পর্যবেক্ষকদের ধারণা।
# ১৫/০৬/২০২১, প্রগতির যাত্রী আন্তর্জাতিক ডেস্ক#