চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসণ প্রকল্পের মেয়াদ বাড়লো আরও এক বছর
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের মেয়াদ আরো একবছর বাড়ানো হয়েছে মন্ত্রীপরিষদের সভায়। প্রায় সাত হাজার ৯২৬ কোটি টাকায় দুটি প্রকল্পে রয়েছে ৫ হাজার ৬১৬ কোটি টাকার ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ও ২ হাজার ৩১০ কোটি টাকার ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্প। সিডিএ দুই প্রকল্পে আরও এক বছর সময় বাড়ানোর কথা বলছে। ২০ জুন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমই) বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আইএমই বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সভাপতিত্ব করেন। সভায় সিডিএ’র পক্ষ থেকে দু’বছর মেয়াদ বাড়ানোর কথা বললেও আইএমই বিভাগ এক বছর মেয়াদ বাড়ানো হয়েছে। জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প ২০১৭ সালে জুলাই মাসে গ্রহণ করে সিডিএ। এ প্রকল্পের মেয়াদ ২০২১ সালের ৩০ জুনে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে তা ২০২২ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়। একইভাবে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য ২০১৭ সালের আগস্টে গ্রহণ করা প্রকল্প ২০২০ সালের জুন মাসে শেষ হবার কথা থাকলেও তা বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, জলাবদ্ধতার সম্পূর্ণ কাজ শেষ করতে আরো দুই বছরের মত সময় লাগবে। বৈঠকে আমরা দু’বছর সময় বাড়ানোর জন্য বলেছি। কিন্তু এক বছরের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী সংশোধিত ডিপিপিতে আমরা সরকারের কাছে দু’বছর সময় চাইবো। তিনি আরো বলেন, আমরা মিটিং এ বলেছি, বাজেট একটা গুরুত্বপূর্ণ বিষয়। যথাসময়ে কাজ করতে গেলে বরাদ্দ তো পেতে হবে। অন্যদিকে ভূমি অধিগ্রহণের জন্য আমরা প্রস্তাবনা প্রস্তুত করছি। এগুলো আমরা জেলা প্রশাসককে পাঠাবো। ভূমি অধিগ্রহণের জন্য থোক বরাদ্দ দিতে হবে। ভূমি অধিগ্রহণ ছাড়া তো অন্যের ভূমিতে কাজ করা যাবে না। ফলে আমরা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে পিছিয়ে যাবো। প্রকল্প ব্যয় কতটুকু বাড়বে জানতে চাইলে তিনি বলেন, ‘ভূমি অধিগ্রহণ ব্যয় দেড়গুণ থেকে তিনগুণ বেড়েছে। তাই প্রকল্প ব্যয়ও বাড়বে। তবে কি পরিমাণ বাড়বে তা এখনো বলা সম্ভব হচ্ছে না।’ #21.06.2021 চট্টগ্রাম #