নাশকতা-তান্ডবের ঘটনায় হেফাজত নেতা নাসির গ্রেপ্তার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে হাটহাজারীতে নাশকতা-তান্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) বিকেলে হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার মুনির হেফাজতের প্রয়াত আমির আহমেদ শফী হত্যার মামলারও আসামি। মুনির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল্লাহ আল মাসুম জানান, হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় হাটহাজারী থানায় দায়ের হওয়া কয়েকটি মামলার আসামি নাসির। এছাড়া এর আগে গ্রেপ্তার হেফাজত নেতাদের আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতেও নাসির উদ্দিন মুনিরের নাম উঠে এসেছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাসির উদ্দিন মুনির বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সম্পাদক পদেও আছেন। সহিংসতার ঘটনায় হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নাসির উদ্দিন মুনির। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে। গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে হেফাজতের কর্মীরা তান্ডব চালায়। হাটহাজারী থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা ডাকবোংলোসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ হয় তখন। হেফাজতকর্মীরা হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে দেয়াল তুলে ব্যারিকেডও সৃষ্টি করে। এসব ঘটনায় হাটহাজারী থানায় মোট ১০টি মামলা দায়ের হয়, যার মধ্যে অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও আছে। মামলায় ৪ হাজার ৫০০ জনকে আসামি করা হয়। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। এ পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাটহাজারীসহ দেশজুড়ে হেফাজতের নাশকতার ঘটনায় সংগঠনটির তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হারুন ইজাহার, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ প্রায় শ’খানেক নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনা নিয়ে নানামুখী সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে হেফাজত। একপর্যায়ে গত ২৫ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দেন বিতর্কিত সংগঠনটির আমীর জুনায়েদ বাবুনগরী। উল্লেখ্য, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর হেফাজতের প্রয়াত আমির আহমদ শফী মারা যান। চিকিৎসা প্রদানে বাধা দেয়ার মাধ্যমে শফিকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন। গত ১২ এপ্রিল জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক ও আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। # ২১.০৬.২০২১ চট্টগ্রাম #