চলমান সংবাদ

পর্তুগাল বনাম বেলজিয়াম, ইংল্যান্ড বনাম জার্মানি- ইউরোর শেষ ষোলোতে কারা এগিয়ে?

ইতোমধ্যে শেষ ১৬ তে যেসব দল মুখোমুখি হবে তার সূচিও নিশ্চিত হয়ে গেছে।
ইতোমধ্যে শেষ ১৬ তে যেসব দল মুখোমুখি হবে তার সূচিও নিশ্চিত হয়ে গেছে।

ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শেষ। ১১ই জুন থেকে দারুণ ফুটবলের পসরা সাজিয়ে ইউরোপীয় দলগুলো জায়গা করে নিয়েছে শেষ ১৬তে।

বিবিসি স্পোর্ট ও ফুটবলের বিশ্লেষকরা টুর্নামেন্ট শুরুর আগে প্রথম পর্ব পার করার সম্ভাব্য যে দলগুলোর কথা বলেছিলেন, সেসব দলই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

ইতোমধ্যে শেষ ১৬ তে যেসব দল মুখোমুখি হবে তার সূচিও নিশ্চিত হয়ে গেছে।

শেষ১৬ এর ম্যাচগুলো

ওয়েলস বনাম ডেনমার্ক, ২৬শে জুন রাত ১০ টা

ইতালি বনাম অস্ট্রিয়া, ২৭শে জুন রাত ১টা

নেদারল্যান্ডস বনাম চেক রিপাবলিক, ২৭শে জুন, রাত ১০ টা

বেলজিয়াম বনাম পর্তুগাল, ২৮শে জুন, রাত ১টা

ক্রোয়েশিয়া বনাম স্পেন, ২৮শে জুন, রাত ১০টা

ফ্রান্স বনাম সুইজারল্যান্ড, ২৯শে জুন, রাত ১টা

ইংল্যান্ড বনাম জার্মানি, ২৯শে জুন, রাত ১০ টা

সুইডেন বনাম ইউক্রেন, ৩০শে জুন, রাত ১টা

তারিখ ও সময় আর্ন্তজাতিক সময় অনুযায়ী দেয়া আছে।

সূত্রঃ বিবিসি বাংলা