ইয়াবার চেয়ে ফেন্সিডিলে লাভ বেশি -১৮ মামলার আসামি ডাইল কাদের হোম ডেলিভারি দিতো ফেন্সিডিল
আব্দুল কাদের প্রকাশ ডাইল কাদের (৪০) একজন মাদক ব্যবসায়ী। ১৪ বছর বয়স থেকে রেলষ্টেশনে থাকার সময় থেকেই মাদক ব্যবসায় জড়িত। সে সুবাধে নগরে ফেন্সিডিলের ডন হিসেবে কামিয়েছেন অর্থ ও বিত্ত। ১৮টি মাদক মামলার আসামি তিনি। পুলিশ ও র্যাবের হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। শুধু তাই নয়, মাদক ব্যবসার প্রসার ঘটাতে একাধিক কর্মচারীর মাধ্যমে ফেন্সিডিল হোম ডেলিভারি করে কুখ্যাত এই মাদকবিক্রেতা। বর্তমানে ইয়াবার চাইতেও ফেন্সিডিলে লাভ বেশি হওয়ায় এই ব্যবসা থেকে ফিরতে পারেন না তিনি। পুলিশের হাতে ধরা পড়ার পর এমনটাই জানিয়েছেন ‘ডাইল কাদের’। সোমবার (২৮ জুন) ভোরে নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোডের পুরাতন ফিশারী ঘাটে অভিযান চালিয়ে দুই সহযোগীসহ কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় একটি পিক-আপ ভ্যানও জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে আরও দু’জন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন- আব্দুল কাদের প্রকাশ ডাইল কাদের (৪০) এবং তার দুই সহযোগী মো. নিশান (৩০) ও মো. শিপন (২৬)। কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন বলেন, ডাইল কাদেরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ১৮ মামলা রয়েছে। দুই সহযোগীসহ গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে কাদের জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে ফেন্সিডিল বিক্রয়ে তার কমিশন এজেন্ট আছে। সে জানায়, বর্তমানে ইয়াবার চাইতেও ফেন্সিডিলে লাভ বেশি। অধিক লাভবান হওয়ার কারণে সে এই ব্যবসা থেকে ফিরে যেতে চায় না। সে মোটরসাইকেল, রিক্সা, পিকআপসহ বিভিন্ন যানবাহনে একাধিক কর্মচারীর মাধ্যমে ফেন্সিডিল হোম ডেলিভারি দেয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ডাইল কাদের একজন কুখ্যাত মাদক বিক্রেতা। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানায় তার বাড়ি হলেও ১৪ (চৌদ্দ) বছর বয়স থেকে রেলস্টেশনে ঘুমাত সে। বরিশাল কলোনির মাদক বিক্রেতা ডন ফারুকের মাদক ক্রয় বিক্রয়ের সাথে সে জড়িত। একপর্যায়ে ফারুকের ফেন্সিডিলের ক্রয় বিক্রয়ের দায়িত্বে পেয়ে কাদের পরিচিতি লাভ করে ডাইল কাদের হিসেবে। পুলিশ ও র্যাবের বিভিন্ন অভিযানে একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরেও জামিনে বের হয়ে সেই কাদের পুনরায় ফেন্সিডিল ব্যবসায় জড়িয়ে পড়ে। কাদের জানায়, বর্তমানে ইয়াবার চাইতেও ফেন্সিডিলে লাভ বেশি। একসময় ফেন্সিডিলের দাম ৫০০-৬০০ টাকা হলেও বর্তমানে ১টি ফেন্সিডিলের দাম ৩৩০০ টাকা বলে জানায়। ওসি বলেন, কাদেরকে গ্রেপ্তারের সময় সাথে থাকা তার সহযোগী রাজীব দাশ ও পিকাপের ড্রাইভার রিপন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার কাদেরের নামে চট্টগ্রামের কোতোয়ালী থানায় ১টি, ডবলমুরিং থানায় ১৬টি ও কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় ১টি মামলা রয়েছে।
# ২৮.০৬.২০২১ চট্টগ্রাম #