বিজ্ঞান প্রযুক্তি

প্রযুক্তি: বাংলাদেশের অ্যানিমেশন জায়গা করে নিচ্ছে বিশ্ব বাজারেও

বিশ্বজুড়ে অ্যানিমেশন ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশেও যে বিশ্বমানের অ্যানিমেশনের কাজ হচ্ছে তা নতুন করে বলার কিছু নেই।

সম্প্রতি ‘টুমরো’ নামের যে থ্রিডি অ্যানিমেশন বাংলাদেশে তৈরি হয়েছে তা জায়গা করে নিচ্ছে বিশ্ব বাজারেও।

সাইকোর স্টুডিওতে নির্মিত ও কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় তৈরি- এই ছবিটির মূল উদ্দেশ্যই ছিল শিশু কিশোরদের কাছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরা।

এই ছবিতে প্রায় ৩৫০টা শট নিজেরাই বানিয়েছেন বাংলাদেশের শিল্পীরা। বাংলায় জনপ্রিয়তা পাবার পর এখন ইংরেজি, উর্দুসহ বেশ কয়েকটি ভাষায় চলছে এর ডাবিংয়ের কাজ।

তবে মহামারির মধ্যে এমন কাজ করতে বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জের মধ্যেও পড়তে হয়েছে।

সূত্রঃ বিবিসি বাংলা