চলমান সংবাদ

চট্টগ্রামে বেড়েছে করোনা সংক্রমণ

ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করায় চট্টগ্রামে করোনা সংক্রমণ আবারো বেড়েছে। ঈদের কারণে গত কয়েকদিন নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্তও কম হয়। কিন্তু ঈদের বন্ধের পর চট্টগ্রামে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৮০১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একইসময়ে মৃত্যু হয়েছে ১১ জনের। রোববার (২৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করে ৮০১ জনের করোনা শনাক্ত হয়। যা নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৫৫ শতাংশ। এরআগে শনিবার চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয় ৩০১ জন। অর্থাৎ একদিনে ব্যবধানে নতুন শনাক্ত হয়েছে ৫০০ জন। নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ৪৬৯জন এবং উপজেলা এলাকায় ৩৩২ জন। এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৭৫ হাজার ৩৬৩ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৬ হাজার ৯০৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৮ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ৭ জন বিভিন্ন উপজেলার এবং ৪ জন মহানগর এলাকার বাসিন্দা। চট্টগ্রামে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৮৫ জন করোনা আক্রান্ত রোগীর। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৪৩ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৪২ জন। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্তের মধ্যে উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায় ৬৬ জন। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮ জন, বোয়ালখালী উপজেলায় ৩৭ জন, পটিয়া উপজেলায় ৩৬ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ঈদের পর সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিদিনই শনাক্তের পরিমাণ বাড়ছে। এরই মধ্যে হাসপাতালের শয্যা সংখ্যাও প্রায় ফুরিয়ে আসছে। এই অবস্থায় সাধারণ মানুষের আরও সচেতন হওয়া জরুরি। এর আগে গত ১৯ জুলাই চট্টগ্রামে ৯২৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয় এবং করোনায় রেকর্ড পরিমাণ মারা যান ১৫ জন। এরপর চারদিন চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যু কমে আসে। প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। # ২৫.০৭.২০২১ চট্টগ্রাম #