চলমান সংবাদ

তরুণীকে ধর্ষণ ও হত্যাচেষ্টাকারী আসামি কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

চট্টগ্রামে সম্প্রতি এক তরুণীকে ধর্ষণের পর ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার শাহাদাত ‘কিশোর গ্যাং লিডার’ বলে জানিয়েছে র‌্যাব। সোমবার (২৬ জুলাই) সকালে পটিয়া উপজেলার বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। শাহাদাত পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের নুরুল আলমের ছেলে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ২১ বছর বয়সী তরুণীকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পটিয়ায় গুয়াতলী এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করেন স্থানীয়রা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীর ভাই বাদি হয়ে পটিয়া থানায় তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘসময় ধরে উত্যক্তের পর ধর্ষণের শিকার ওই তরুণীকে ১০ জুলাই একটি স্থানে আটকে দিনভর ধর্ষণ করে শাহাদাত। পরে তাকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। তরুণীর ভাইয়ের মামলার ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহাদাতকে বাদামতল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহাদাত ধর্ষণ ও হত্যাচেষ্টার সত্যতা স্বীকার করে। শাহাদাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ওই তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। # ২৬.০৭২০২১ চট্টগ্রাম #