চলমান সংবাদ

দেশে করোনায় রেকর্ড শনাক্ত ও মৃত্যু

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। যা, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, সোমবার সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২৩১ জন। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২শ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এটিও এক দিনে দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। গত ১৩ জুলাই সর্বোচ্চ শনাক্ত হিসেবে আক্রান্ত হয়েছিলেন ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে। সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

# ২৬.০৭.২০২১ চট্টগ্রাম #