সিআরবি রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান সিআরবিতে হাসপাতাল হলে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হবে- জেলা প্রশাসক
হাসপাতাল নির্মাণের প্রকল্প বাতিল করে চট্টগ্রামের সিআরবিকে রক্ষার অনুরোধ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে নাগরিক সমাজ, চট্টগ্রাম। চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান কালে নেতৃবৃন্দ বলেন, সিআরবির মতো প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল হলে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। জীব বৈচিত্র্য ধ্বংস হবে। চট্টগ্রামবাসীর জন্য উন্মুক্ত কোন পরিবেশ থাকবে না। তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি যথাযথভাবে তুলে ধরার দাবি জানান। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, আধুনিক হাসপাতাল করার জন্য আমার কাছে অনেক ভালো ভালো জায়গা আছে। শুধু হাসপাতাল নয়- যেকোন ভালো কাজের জন্য আমি জায়গা দিতে প্রস্তুত। আমার কাছে অনেক জায়গা। সিআরবি’র মতো প্রকৃতির হেরিটেজ এলাকায় হাসপাতাল হলে হাসপাতালকে ঘিরে অনেকগুলো স্থাপনা গড়ে উঠবে। তখন সিআরবি তার প্রাকৃতিক পরিবেশ হারাবে। আমি আপনাদের যে দাবি, তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যথাযথভাবে তুলে ধরবো। মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃতিকে ভালোবাসেন। প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে তিনি কিছু করবেন না। এসময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, নাগরিক সমাজ, চট্টগ্রামের যুগ্ম সদস্য সচিব নাট্যজন সাইফুল আলম বাবু, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, সংগঠক শরীফ চৌহান প্রমুখ।
# ২৯.০৭.২০২১ চট্টগ্রাম #