প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ আর নেই
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক,সাবেক ডেপুটি স্পীকার,বর্ষীয়ান রাজনীতিবিদ কুমিল্লার চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এমপি আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন))।
শুক্রবার (৩০ জুলাই) ৩ টা ৩০মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ ওই সংসদ সদস্য ছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ১৯৭৩ সালে প্রথম বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন।