আজ রাত ৯টায় প্রগতির যাত্রীর উদ্যোগে ভার্চুয়াল আলোচনা -প্রসংগ সিআরবি এলাকায় হাসপাতাল নির্মানের উদ্যোগ ও চলমান আন্দোলন
আজ ৩১ জুলাই ২০২১ বাংলাদেশ সময় রাত ৯টায় চট্টগ্রামের সিআরবি এলাকায় হাসপাতাল নির্মানের উদ্যোগের প্রতিবাদে চলমান আন্দোলন প্রসঙ্গে প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রগতির যাত্রী’র উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনায় আলোচক হিসাবে অংশ নিবেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডাঃ মাহফুজুর রহমান, শিক্ষক নেতা ও রাজনীতিবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাহাংগীর, সাংবাদিক কামরুল হাসান বাদল, আবৃত্তি শিল্প রাশেদ হাসান, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপিকা শিলা দাশ গুপ্তা প্রমুখ।
উক্ত ভার্চুয়াল আলোচনা সভাটি progotijatree.com (প্রগতির যাত্রী) নামক ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে।