চট্টগ্রামের ফুসফুস বাঁচাতে পাশে সিলিন্ডার, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান
চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় গাছ কেটে হাসপাতাল নির্মাণ বন্ধে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী। পাশে অক্সিজেন সিলিন্ডার রেখে, মুখে অক্সিজেনের মাস্ক লাগিয়ে বৃষ্টি ও অসুস্থতা উপেক্ষা করে শনিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রতিবাদ জানান তিনি। সিআরবি’র সবুজ রক্ষার আন্দোলনে শামিল হওয়া সাংবাদিক নাসিরুদ্দিন বলেন, চট্টগ্রামে এখন মুক্ত হাওয়া সেবনের মতো কোন উন্মুক্ত স্থান নেই। এখন সিআরবিও যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের মুক্ত বায়ুর জায়গাটা ধ্বংস হয়ে যাবে। চট্টগ্রামের ফুসফুস ধ্বংস হয়ে যাবে। ভয়াবহ দূষণের শিকার চট্টগ্রাম। এই দূষণের হাত থেকে বাঁচতে, অক্সিজেন নিতে মানুষ সিআরবিতে যায়। সিআরবি পাহাড়ের শত শত বছরের শিরীষ গাছগুলো এক একটি অক্সিজেন তৈরির কারখানা। কিন্তু সেই সিআরবিতে পরিবেশ ধ্বংস করে, হাসপাতাল করলে নগরবাসীর অক্সিজেন সিলিন্ডার পাশে রেখে ঘুরতে হবে। কারণ ভয়ংকর অক্সিজেন সংকটে পড়বে চট্টগ্রাম। সিআরবিতে হাসপাতাল হলে সেই অক্সিজেন ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে। প্রসঙ্গত প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী সম্প্রতি করোনা থেকে সেরে উঠেছেন। তিনি দীর্ঘ সময় ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তিনি বলেন, হাসপাতালে থাকার সময় অক্সিজেন সংকটের কষ্ট উপলব্ধি করেছি। তাই অক্সিজেনের কবর রচনা করে সিআরবিতে হাসপাতাল করতে দেওয়া যাবে না। সিআরবিতে হাসপাতাল নির্মাণ হলে চট্টগ্রামও মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। এসময় নাসিরুদ্দিন চৌধুরীর সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, ১৪ দলের নেতা ও জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইন্দু নন্দন দত্ত, মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা, জাসদ ও বাসদ নেতা সিরাজুল ইসলাম রাজু, প্রকাশক ও নারী নেত্রী রেহেনা চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি আসিফ সিরাজ, ছড়া শিল্পী ও সাহিত্যিক মোদাচ্ছের আলী, চট্টল ইয়ুথ কয়ার এর সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বণিক, সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ অপু, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, ব্যাংকার আবদুল হক ও আমজাদ হোসেন খান, আওয়ামী লীগ নেতা মোছলেহ উদ্দীন মনসুর, কর্পোরেট নির্বাহী মঞ্জুরুল হাসান চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, ব্যবসায়ী দীপংকর চৌধুরী কাজল ও নেছার আহমদ খান, অ্যাডভোকেট সরজু ভট্টাচার্য্য, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, নিপুতি বড়–য়া, মোহাম্মদ আলমগীর চৌধুরী প্রমুখ। সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু তাদের বিরোধিতা উপেক্ষা করেই হাসপাতাল নির্মাণের প্রথম ধাপের কাজ শুরু করেছে ইউনাইটেড গ্রুপ।
# ৩১.০৭.২০২১ চট্টগ্রাম #