চট্টগ্রামের সি আর বি এলাকায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলন নিয়ে প্রগতির যাত্রীর উদ্যোগে ভার্চুয়াল আলোচনা
চট্টগ্রামের সি আর বি এলাকায় প্রাইভেট হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলন নিয়ে প্রগতির যাত্রী ডট কম এর উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা গত ৩০ জুলাই ২০২১ অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন সি আর বি রক্ষায় সহস্র নাগরিক কমিটির কো চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষক ডাঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, রাজনীতিবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম এর সংগঠক শীলা দাশগুপ্তা, এবং সংস্কৃতি কর্মী ,প্রমা আবৃত্তি সংগঠনের প্রধান রাশেদ হাসান।
আলোচনায় বক্তারা বলেন সি আর বি এলাকা চট্টগ্রামের মানুষের ফুস্ফুস হিসাবে খ্যাত, এই এলাকায় রয়েছে বিটিশ আমলে তৈরী করা ভিক্টোরিয়ান স্থাপত্যের আদলে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং ( সি আর বি) , এবং শত বর্ষী বৃক্ষ । এই এলাকা চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র, এই এলাকায় কোনভাবেই হাসপাতাল করতে দেয়া যাবে না।
চট্টগ্রামে যত খোলা জায়গা ছিল তা আজ বিভিন্ন ভাবে দখল হয়ে গেছে। এই এলাকাও হাসপাতালের নামে একটি প্রাইভেট কোম্পানীকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং তা যদি বাস্তবায়িত হয় তাহলে চট্টগ্রামবাসীর যাওয়ার কোন জায়গা থাকবে না। এই অবস্থায় চট্টগ্রামের মানুষ এই এলাকায় হাসপাতাল করতে না দেয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আন্দোলন করে যাচ্ছে। রেল কর্মকর্তা বা যে কোন মহলের কোন ধরণের বিভ্রান্তিকর বক্তব্যে এই আন্দোলন বন্ধ হবে না। প্রয়োজনে দাবী আদায়ের জন্য আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
বক্তাগণ চট্টগ্রামবাসী কে আন্দোলন বেগবান করার জন্য আহ্বান জানান।
আলোচনা অনূষ্ঠানটি সঞ্চালনা করেন প্রগতির যাত্রী ডট কম এর সম্পাদক উৎপল দত্ত এবং বার্তা বিভাগের প্রধান ফজলুল কবির মিন্টু।