বাসায় গিয়ে টিকাদান, চসিক’র স্বাস্থ্যকর্মী চাকরিচ্যুত, তদন্ত কমিটি গঠন
বাসায় নিয়ে গিয়ে টিকা দেওয়ার অভিযোগে অস্থায়ী এক স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক। মঙ্গলবার বিকেলে চসিক’র সচিব খালেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। চসিক থেকে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম সিটি কর্পোরেশনের ল্যাব টেকনিশিয়ান যিশু দত্তের বিরুদ্ধে কর্মরত অবস্থায় বেআইনীভাবে কোভিড ভ্যাকসিন হাসপাতালের বাইরে একটি বাসায় গিয়ে প্রয়োগ করার বিষয় মিডিয়ায় প্রচারিত হয় এবং খুলশী থানায় এ বিষয়ে মামলা দায়ের হয়। এতে কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিষয়টি আমলে এনে তদন্তপূর্বক ল্যাব টেকনিশিয়ান যিশু দত্তের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে চাকরি হতে অব্যাহতি প্রদান করে। চসিক’র সচিব খালেদ মাহমুদ বলেন, ল্যাব টেকনিশিয়ান যিশু দত্ত মূলত অস্থায়ী ভিত্তিতে কাজ করতো। বাসায় গিয়ে টিকা দেওয়ার অভিযোগে তাকে আমরা বরখাস্ত করেছি। পাশাপাশি ঘটনা তদন্তে প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলামকে আহবায়ক করে পাঁচ সদস্যের কমিটিও করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট মেয়রের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এতে যারা জড়িত থাকবে তাদের উপর্যুক্ত শাস্তি ভোগ করতে হবে। চসিক সূত্র জানায়, তদন্ত কমিটির অন্য চার সদস্য হলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, চসিক’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। প্রসঙ্গত গত শনিবার এমডি হাসান নামে এক যুবক বাসায় বসে টিকাগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে পুলিশের নজরে আসে। পরে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যিশু দত্ত নামে চসিক’র এক স্বাস্থ্যকর্মী এই টিকাকান্ডে জড়িত। এ ঘটনায় সোমবার খুলশী থানায় একটি মামলা করে চসিক। ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে ‘সরকারি ভ্যাকসিন আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে’ দন্ডবিধির ৩৭৯, ৪০৬ ও ৪২০ ধারায় চার জনকে আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন মো. হাসান, মোবারক আলী, মো. সাজ্জাদ (২৭) ও যিশু দত্ত (৩৫)। এদের মধ্যে যিশু দত্ত গণটিকা কর্মসূচির আওতায় চসিকের অস্থায়ী ভ্যাকসিন কেন্দ্র মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ কেন্দ্রের ‘কোভিড ভ্যাকসিন’ কার্যক্রমে দায়িত্বরত ছিলেন।
# ১০.০৮.২০২১ চট্টগ্রাম #