চেরাগী মোড়ে সিআরবি রক্ষা মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত
আজ ১৩ আগস্ট মশাল মিছিল সফল করার আহবান
সিআরবিতে ইউনাইটেডের হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে চটগ্রামবাসীর আন্দোলন দিন দিন আরো বড় আকারের রূপ নিচ্ছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত সরকার সিআরবি ধ্বংসের এ কালো চুক্তি বাতিল করেনি। যার ফলে জনমনে ক্ষোভ ক্রমাগত বাড়ছে। জনগণের এ ক্ষোভ প্রশমনের একটাই বিকল্প,তা হলো অবিলম্বে সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধের ঘোষণা দেওয়া।“ সিআরবি রক্ষা মঞ্চ আয়োজিত সমাবেশে ডাঃ মাহফুজুর রহমান এ কথা বলেন। সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বী
নেতৃবৃন্দ বলেন, ”সমাবেশ থেকে আজ ১৩ আগস্ট সিআরবি থেকে সন্ধ্যা ৬ টায় মশালমিছিল সফল করার আহবান জানানো হয়।