চলমান সংবাদ

অবিলম্বে সিআরবিতে হাসপাতাল করার সিদ্ধান্ত বাতিল না করলে শান্তিপূর্ণ আন্দোলন কঠোর পর্যায়ে যেতে বাধ্য হবে

সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে গোয়ালপাড়ায় সিআরবি রক্ষা মঞ্চের সমাবেশে বক্তব্য রাখছেন ডাঃ মাহফুজুর রহমান

জনগণের সমস্ত অংশের শান্তিপূর্ণ প্রতিবাদ,আন্দোলন সত্ত্বেও সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল করার বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরকার এখনও সরে আসেনি।অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না করলে শান্তিপূর্ণ আন্দোলন কঠোর পর্যায়ে যেতে বাধ্য হবে। “

সিআরবি রক্ষা মঞ্চ আয়োজিত সমাবেশে ডাঃ মাহফুজুর  রহমান এ কথা বলেন। সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আজ বিকাল ৫ টায় সিআরবি সাত রাস্তার মোড় ও গোয়ালপাড়ায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিবিদ রাজা মিঞা, এডভোকেট ভূলন লাল ভৌমিক, হাসান মারুফ রুমি, আমির আব্বাস তাপু,মহিনউদ্দিন, শফি উদ্দিন কবির আবিদ, জান্নাতুল ফেরদাউস পপি, সত্যজিৎ বিশ্বাস, ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা, এডভোকেট বিশুময় দেব, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, শান্তনু দাশ, নোমান উল্লাহ বাহার। সমাবেশ পরিচালনা করেন ফরহাদ জামান জনি।

নেতৃবৃন্দ আগামী ২৭ আগস্ট, বিকাল ৩ টায় সিআরবি শিরীষতলায় গণমতবিনিময় সভা সফল করার আহবান জানানো হয়।

# ২০ আগস্ট ২০২১, প্রেস বিজ্ঞপ্তি #