চলমান সংবাদ

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস উপলক্ষে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ৫ই সেপ্টেম্বর ২০২১ সিডও দিবস উপলক্ষে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 “ অর্থনীতিতে নারী ও সিডও বাস্তবায়ন : পরিপ্রেক্ষিত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা” প্রতিপাদ্যকে সামনে রেখে

 অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অধ্যাপক লতিফা কবির। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক স্বাতী পাল। উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি শেলীদে, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) সিতারা শামীম, লন্ডন থেকে সুগতা বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক মৃণালিনী চক্রবর্তী, সমাজ কল্যাণ সম্পাদক স্বপ্না বড়ুয়া, আন্দোলন সম্পাদক জেসিন্তা ডায়েস, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার জাহান লিজা, সদস্য শিরীন আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ৩৭ বছর ধরে সিডও সনদ বাস্তবায়নের কথা বলা হচ্ছে, কিন্ত সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নেই। সিডও সনদের ২ এবং ১৬.১-এর (গ) ধারা দু’টি সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অথচ সরকার নানা কারণ দেখিয়ে ধারা দু’টির উপর সংরক্ষণ এখনও বহাল রেখেছে। যা নারীর উন্নয়নে ও সমতা প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে উঠেছে।
# ৬ সেপ্টেম্বর ২০২১, প্রেস বিজ্ঞপ্তি #