চলমান সংবাদ

চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান দেশের স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি নির্যাতন-নিপীড়ণ চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িক উসকানি দিয়ে হামলা চালিয়ে বিভিন্ন মন্দিরে-উপাসনালয়ে এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে। ধর্মীয় সংখ্যালঘুরা দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। বিএনপি-জামায়াত এই দেশের জন্য অভিশাপ। তারা দেশের সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। এসব সাম্প্রদায়িক-মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ দেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ রঞ্জন দাশ গুপ্ত’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সঞ্জয় সরকার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ভোরের কাগজ’র সাংবাদিক প্রীতম দাশ, সাংবাদিক রাহুল দাশ নয়ন, পরিষদের সদস্য উৎপল সেন, পরিমল দত্ত। সম্মেলনে উদ্বোধন করেন পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য চন্দন দস্তিদার। সম্মেলনে সন্তোষ রঞ্জন দাশগুপ্তকে সভাপতি ও সঞ্জয় সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির অন্যরা হলে প্রধান উপদেষ্টা চন্দন দস্তিদার, সহ-সভাপতি পরিমল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা, অর্থ সম্পাদক হারাধন দাশ, সাংগঠনিক সম্পাদক শিবলু কুমার দাশ, প্রচার সম্পাদক বিপ্লব দাশ, স্বাস্থ্য সম্পাদক ডা. কৃষ্ণ কান্তি দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক জয়রাজ শীল, দপ্তর সম্পাদক সুকুমার শীল, ক্রীড়া সম্পাদক জুয়েল দাশ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ঔপন্যাসিক দুলাল মল্লিক, মহিলা সম্পাদিক শচী সিকদার, কার্যনির্বাহী সদস্য যুবরাজ দাশ, টুটুন সিংহ, ঋতু দাশ, জয় দাশ, সীমান্ত দাশ, সুমন চক্রবর্ত্তী, সত্যব্রত খাস্তগীর, আচল চক্রবর্ত্তী।
# ১৬.০৯.২০২১ চট্টগ্রাম #