চলমান সংবাদ

আগামীকাল ২ অক্টোবর প্রেসক্লাবে আমৃত্যু বিপ্লবী কমরেড মু্বিনুল হায়দার চৌধুরীর স্মরণসভা

বাসদ(মার্কসবাদী) -র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,বাংলাদেশের বামপন্থী রাজনীতির অন্যতম নেতা, আমৃত্যু বিপ্লবী প্রয়াত কমরেড মু্বিনুল হায়দার চৌধুরী স্মরণে আগামীকাল ২ অক্টোবর,শনিবার, বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ এসএম মিলনায়তনে (২য় তলা) এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।এতে বক্তব্য রাখবেন চট্টগ্রামের বিভিন্ন বাম-প্রগতিশীল রাজনীতিবিদ,বুদ্ধিজীবি, বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দসহ দলের প্রাক্তন নেতাকর্মী,শুভানুধ্যায়ীবৃন্দ।সভায় সভাপতিত্ব করবেন দলের জেলা কমিটির আহবায়ক কমরেড মানস নন্দী।উল্লেখ্য,গত  ৬ জুলাই,২০২১ কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মৃত্যুবরণ করেন।দলের জেলা নেতৃবৃন্দ উক্ত স্মরণসভায় সবাইকে অং নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

# ০১/১০/২০২১, প্রেস বিজ্ঞপ্তি #