রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর জেসমিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেসমিন আকতার (৫০) মারা গেছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেসমিন দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্বামী, ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরপর দু’বার মহিলা কাউন্সিলর নির্বাচিত বর্তমান প্যানেল মেয়র-৩ জেসমিন আকতার রাঙ্গুনিয়া পৌরসভা গঠনের পূর্বে পোমরা ইউনিয়ন পরিষদেও দু’বার মহিলা মেম্বারের দায়িত্ব পালন করেন।
মহিলা আওয়ামী লীগের তৃণমূলের সংগঠক কাউন্সিলর জেসমিন আকতারের মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, জেসমিন আকতার ছিলেন দক্ষ সংগঠক ও দলের তৃনমূলে নারীদের সংগঠিত করতে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। জীবনে কোন লোভ লালসা তাঁর মধ্যে ছিলনা। এছাড়া রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, প্যানেল মেয়র জালাল উদ্দিনসহ কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
# চট্টগ্রাম, ৫ অক্টোবর ২০২১ (বাসস) #