শীর্ষ খবর:
চলমান সংবাদ

জনগণের জয় হবে, সিআরবি মুক্ত হবে বেনিয়াদের হাত থেকে

 “সিআরবির প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি ও ঐতিহ্যগত এলাকা হিসেবে সংরক্ষণে সিডিএ ও সরকারের সিদ্ধান্ত,সংবিধানের বিধান,শহীদ মুক্তিযোদ্ধাদের কবর,স্মৃতিচিহ্ন সব ধ্বংস ও গুড়িয়ে দিয়ে যারা হাসপাতাল করতে চায় তারা চট্টগ্রামের শত্রু। বীরচট্টলা তাদের চক্রান্ত সফল হতে দেবনা! যারা আজ সিআরবি ধ্বংস করে হাসপাতাল করার পক্ষে নেমেছেন,তারা চট্টগ্রামবাসীর শত্রু হিসেবে চিহ্নিত হবেন।আমরা স্পষ্ট করে বলতে চাই,জনগণের সংগঠিত আন্দোলনের সামনে সকল মিথ্যাচার, হুমকি, মুনাফালোভী মাফিয়া সিন্ডিকেটের তৎপরতার পরাজয় হবেই হবে।সিআরবিতে হাসপাতাল ও কোন স্থাপনা নির্মাণের সমস্ত অপচেষ্টা চট্টগ্রামবাসী গুঁড়িয়ে দেবে।জনগণের জয় হবেই!” আজ সিআরবি আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নাগরিক সমাজ চট্টগ্রামের সমাবেশে বক্তারা এ কথা বলেন।বক্তারা আরো বলেন,চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ১৯৯৫ সালে জাতিসংঘের সহায়তায় সিডিএর মাস্টার প্ল্যানে সিআরবি এলাকাকে “স্ট্রেটেজিক ওপেন স্পেস” হিসেবে চিহ্নিত করে। মাস্টার প্ল্যানের আলোকে সিডিএ “ডিটেইল এরিয়া প্ল্যান(ড্যাপ)” প্রণয়ন করে। ২০০৯ সালে যা প্রজ্ঞাপন জারি হয়। ড্যাপ – এ সিআরবি-কে “সংস্কৃতি ও ঐতিহ্য” হিসেবে সংরক্ষণের কথা বলা আছে।প্রজ্ঞাপন জারির পরও ডিটেইল এরিয়া প্ল্যানকে বিবেচনায় না নিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষের সাথে রেলের এ চুক্তি শুধু আইনগতভাবে অবৈধ তাই নয়,ঘোরতর অপরাধ।সংবিানের ১৮ক অনুচ্ছেদে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ২৪ অনুচ্ছেদে বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমন্ডিত স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থান-সমূহকে বিকৃতি বা অপসারণ হতে রক্ষা করার জন্য রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।ফলে ইউনাইটেডের সাথে রেলের এ চুক্তি সম্পূর্ণ সংবিধানবিরোধী।অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে। নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরী, লেখক দিলরুবা খানম, চৌধুরী জসিমুল হক, আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ,যুব নেতা মোরশেদ আলম, সৈয়দ নাফিজ উদ্দিন, নারায়ণ দাশ, সৈয়দ নাজিমুল হক তুহিন, তাপস দে, আকরাম হোসেন, লোকমান ইসলাম মুন্না, জাহিদুল হক, নুরুল আজম প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন জাফর।
# ১৪/১০/২০২১, চট্টগ্রাম #