চলমান সংবাদ

কুমিল্লা উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

আজ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে রাজনীতিবিদ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি গুজবে বিশ্বাস না করার আহবান জানিয়ে ফেসবুকে যে ঘটনার ছবি দেয়া হয়েছে তা অন্য জেলার অন্যস্থানের ঘটনা দিয়ে পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, অতিরিক্ত পুলিশ ও র‌্যাব, আনসার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গত বুধবারের ঘটনা তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিনকে আহবায়ক করে অতিরিক্ত পুলিশ সুপার সদর রাজন কুমার দাস, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরেফিন সিদ্দিকীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ কার্য দিবসে তদন্তের রিপোর্ট পেশ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তিনি ঐতিহ্যবাহী কুমিল্লার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষার সকলের প্রতি আহবান জানান।
বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, শহরের নানুয়ার দীঘিরপাড় পূজার মন্ডপের ঘটনায় ফয়েজ আহমেদসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ৪টি মামলা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে বিভিন্ন সংস্থার তদন্ত টিম কাজ করছে।
প্রেস ব্রিফিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়দুল আরেফিন, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরেফিন সিদ্দিকী।

# কুমিল্লা, ১৪ অক্টোবর, ২০২১‘ (বাসস)  #