শীর্ষ খবর:
চলমান সংবাদ

চবির শাটল ট্রেনে কাটা পড়ে নারীর দুই পা বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে আফিয়া বেগম (৪৫) নামে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। একই দুর্ঘটনায় ওই নারীর হাত এবং মাথায় মারাত্মকভাবে জখম হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছিল শাটল ট্রেনটি। এটি ষোলশহর স্টেশন এলাকায় পৌঁছালে আফিয়া বেগমের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই নারীর দুই পা এবং এক আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বিকেলে ট্রেনে কাটা পড়ে আহত এক নারীকে চমেক হাসপাতালে আনা হয়েছে। মারাত্মকভাবে আহত ওই নারীকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন কর্তব্যরত চিকিৎসক।
# ০৩.১২.২০২১ চট্টগ্রাম #