শীর্ষ খবর:
চলমান সংবাদ

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়, নতুন প্রত্যাশায় উজ্জীবিত হোক জাতীয় ক্রিকেট দল

ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোস দ্য ডে। সেই হিসাবে ২০২২ সালটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে। পরে যাই হোক না কেন, অন্তত: বছরের শুরুটা সেরকম আভাসই দিচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে প্রথম জয় দিয়ে বছরের শুরুতেই ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট। মুমিনুল হকের নেতৃত্বে সফরকারী দল বুধবার মাউন্ট মাউনগানুইয়ে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে আনল। এর আগে বাংলাদেশ ২০০১ সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে মোট ৩২টি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই হেরেছে। ১৬ বারের চেষ্টার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে এটাই তাদের প্রথম জয়। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট আকাশে একটা হতাশার কালো মেঘ বিরাজমান। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দুঃসময়ের চক্রে আবর্তনাল বাংলাদেশের মাঠের ভেতরে-বাইরে নানা বিতর্ক ও ঘটনাপ্রবাহে দল ও দেশের ক্রিকেট ছিল বিপর্যস্ত। এমনকি বিশ্বকাপের পরাজয়ের পরে দেশে ফিরেও পাকিস্তানের কাছে একেবারে গো-হারা হারে দলটি। তবে নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টম্যাচেই দারুণভাবে ঘুরে দাড়ায় মুমিনুলরা। নিউজিল্যান্ডের মাটিতে এক দীর্ঘ আকাঙ্খিত জয় পায়। অনেকটাই অসম্ভবকে সম্ভব করার মত একটা ব্যাপার। কারণ, টেস্টে সফরকারী দল বাংলাদেশের পক্ষে নিজের মাঠে ১৭ টেস্টে অপরাজিত নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়া চাট্টিখানি কথা নয়। এর আগে তিনটি টেস্ট সিরিজে পাকিস্তান, ওয়েস্টইন্ডিজ ও ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। সেই দলকেই মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ এগিয়ে গেল দুই ম্যাচের টেস্ট সিরিজে। ইবাদত আর তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক ধরাশায়ী হন নিউজিল্যান্ডের বাঘা বাঘা বোলাররা! আমাদের দেশের জনগন আজ নানা ইস্যুতে দ্বিধাবিভক্ত। তবে একমাত্র ক্রিকেটই পারে সারাদেশের মানুষকে এক করতে। ক্রিকেটে আমাদের টাইগারেরা যখন জিতে গোটা জাতি আবেগে ভাসে, আনন্দে উদ্বেলিত হয়। বছরের শুরুতেই এই ঐতিহাসিক জয় নিশ্চয়ই আমাদের ক্রিকেটারদের নতুন করে আত্মবিশ্বাসী করে তুলবে, আত্মপ্রত্যয়ে উজ্জ্বীবিত করবে। অভিনন্দন, বাংলাদেশ ক্রিকেট দল!

# ৫/১/২০২২, প্রগতির যাত্রী ডেস্ক #