চলমান সংবাদ

এমপি মোছলেমের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে স্ট্যাটাস দেয়া সেই আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়া যুবলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩, ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটির আবেদন করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা হোসন কবির।

সোমবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসকেএম তোফায়েল হাসান মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন আহমেদকে ১৫ লাখ টাকার চেক দেওয়ার অভিযোগ করেছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ অভিযোগ করেন তিনি। কামাল উদ্দিন চট্টগ্রাম জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি।

ফেসবুকে পোস্টের জেরে তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর গতকাল সোমবার (১০ জানুয়ারি) কামাল উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম হোসেন কবির।

বাদির আইনজীবী মির্জা কছির উদ্দিন কচি জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর বক্তব্য ইলেকট্রনিক বিন্যাসে প্রচারের মাধ্যমে সংঘটিত অপরাধের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯, ৩০ ও ৩১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত পিবিআইকে তদন্ত করে ২২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজহারে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদকে নিয়ে একটি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, দুরভিসন্ধিমূলক ও ইচ্ছাকৃতভাবে ফেসবুকে অ্যাডিশনাল পিপি কামাল উদ্দীন স্ট্যাটাস দিয়েছেন। মোছলেম উদ্দিন আহমদ ও মামলার বাদী হুসেইন কবিরকে অপমান, হেয় প্রতিপন্ন ও মানহানি করেছেন। মোছলেম উদ্দিন আহমদের সামাজিক, রাজনৈতিক মানমর্যাদা হেয় প্রতিপন্ন করতে কু-উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। সেকারণেই বাদী আদলতের শরণাপন্ন হয়েছেন।

প্রসঙ্গত কামাল উদ্দিন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আগামী ৭ ফেব্রুয়ারি সোনাকানিয়াসহ সাতকানিয়ার ১৬টি ইউপিতে নির্বাচন হবে। সোনাকানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নের পাইয়ে দেয়ার কথা বলে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম হোসেন কবির সাংসদের নামে চেক নেন উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কামাল উদ্দিন।

স্ট্যাটাসে কামাল উদ্দিন ১৫ লাখ টাকার একটি চেকের ছবিও যুক্ত করে দেন। এটি সোনালী ব্যাংক কোর্ট হিল শাখার একটি চেক। তাতে পে টু-এর স্থানে মোসলেম উদ্দিন আহমেদ লেখা। নিচের অংশে কামাল উদ্দিনের সই রয়েছে। তবে চেকে কোনো তারিখ ছিল না।

স্ট্যাটাসে কামাল উদ্দিন একপর্যায়ে লেখেন, ‘আমি আমার চেক ও টাকা ফেরত চাই। অন্যথায় বিষয়টি নিয়ে আমি তৃণমূলের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার দ্বারস্থ হব এবং ফৌজদারি মামলা করতে বাধ্য হব।’

মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, আমি আমার অভিযোগ প্রত্যাহার করিনি। ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমি এই মামলা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করব। আমিও মামলা করব।

# ১০.০১.২০২২ চট্টগ্রাম #