বাংলাদেশেও বাড়ছে সংক্রমণের হার:

মঙ্গলবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৪৫৮ জন। প্রায় চারমাস পরে দেশটিতে দৈনিক রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। বর্তমানে রোগী শনাক্তের হার আট শতাংশের বেশি।
তবে করোনাভাইরাসের আক্রান্ত হলেও নতুন রোগীদের মধ্যে কতজন অমিক্রন ভ্যারিয়েন্ট, সেটা জানায়নি কর্তৃপক্ষ।
বাংলাদেশে এই পর্যন্ত অন্তত ২৪ জন অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন বলে সরকারি সূত্রগুলো জানাচ্ছে।
কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যখাতের একজন বিজ্ঞানী কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, বাংলাদেশে আগামী তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।
রোগতত্ত্ব, রোগ নিরাময় ও গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, এখনও মানুষ ডেল্টা ভ্যারিয়েন্টেই বেশি আক্রান্ত হচ্ছেন, কিন্তু অমিক্রনের সংক্রমণ শক্তি বেশি হওয়ায় আরও বেশি সংখ্যক লোক আক্রান্ত হবে বলে তিনি ধারণা করছেন।
নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৩ জানুয়ারি থেকে সারাদেশে নানা ধরণের বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশের সরকার।
সেসব বিধিনিষেধের মধ্যে বাধ্যতামূলক মাস্ক পরা, রেস্তোরাঁয় খাওয়া ও আবাসিক হোটেলের থাকার জন্য করোনা টিকা সনদ দেখানো, গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন, টিকা সনদ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি না দেয়ার মতো পদক্ষেপ রয়েছে।
সূত্রঃ বিবিসি বাংলা