চলমান সংবাদ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি

 

চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ভোগ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধে রেশনিং ব্যবস্থা চালু এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। শুক্রবার বিকালে নগরীর নিউমার্কেট চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রকাশ চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অরণ্য অনিমেষ, জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আব্দুল্লাহ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সুজন, দপ্তর সম্পাদক ইউনুস ফয়সাল।

বক্তারা বলেন, মহামারি কাটিয়ে সাধারণ মানুষ এখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। এমন সময়ে কয়েকটি সিন্ডিকেট কারসাজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ঘটাচ্ছে। সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছু ব্যক্তি ও অসাধু শ্রেণির ব্যবসায়ীদের হীনকর্মকান্ডের জন্য নিত্যপণ্যের দাম বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে, ঠিক তখন সরকারের কিছু মন্ত্রী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। এ যেন জনগণের সাথে উপহাস করার শামিল।

বক্তারা ভোগ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধে রেশনিং ব্যবস্থা চালু এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

# ১৯.০৩.২০২২ চট্টগ্রাম #