শীর্ষ খবর:
চলমান সংবাদ

চট্টগ্রামে বিএনপির সমাবেশে মারামারি, নগরজুড়ে তীব্র যানজট

চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। রোববার (২৭ মার্চ) বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। এদিকে বিএনপি’র সমাবেশকে ঘিরে নগরীর টাইগার পাস থেকে নিউমার্কেটগামী সড়ক বন্ধ থাকায় নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বিএনপি’র স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে ‘মুক্তিযুদ্ধের সূচনা সমাবেশ’ নামে নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করা হয়। বিভাগীয় সমাবেশকে ঘিরে দুপুর থেকে চট্টগ্রামের বিভিন্ন জেলা, উপজেলা ও নগরীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়। নগরীর টাইগারপাস, সিআরবি, কদমতলী এলাকায় বিএনপি শত শত নেতাকর্মীদের দেখা যায়। সমাবেশের কারণে এসব সড়কে কোনো গণপরিবহন চলাচল না করায় নগরীর অন্যান্য সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে থাকা কয়েকজন জানান, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখার সময় স্লোগান দেয়াকে কেন্দ্র নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে চেয়ার ছোঁড়াছুড়ি শুরু হয়। মারামারির ঘটনায় কমপক্ষে ৫জন আহত হন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করেন।
# ২৭.০৩.২০২২ চট্টগ্রাম #