চলমান সংবাদ

বি এম কন্টেনার ডিপোতে বিস্ফোরণে শ্রমিক নিহতের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম স্কপ নেতৃবৃন্দ

-আহত-নিহতদের ক্ষতিপূরণ এবং সুচিকিৎসা নিশ্চিত করার দাবি

গতকাল সীতাকুন্ডে সোনাইছড়িতে কাশেম জুট মিলের পাশে অবস্থিত বি এম কন্টেনার ডিপোতে  বিস্ফোরনে ৩০ জনের অধিক শ্রমিক নিহত ও ৪ শতাধিক শ্রমিক আহতের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)এর সমন্বয়ক ও টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, জাতীয় শ্রমিক লীগের মু. শফর আলী, জাতিয়তাবাদী শ্রমিক দলের এ এম নাজিম উদ্দিন, জাতীয় শ্রমিক ফেডারেশনের দিদারুল আলম, ট্রেড ইউনিয়ন সংঘের খোরশেদ আলম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের মোঃ মফিজুর রহমান, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কাজী আনোয়ারুল হক হুনি, বাংলাদেশ লেবার ফেডারেশনের নুরুল আবছার ভুঁইয়া, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের কাজী আলতাফ হোসেন, জাতীয় শ্রমিক জোটের এ কে এম মমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মহিন উদ্দিন এবং জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর বোধিপাল বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বি এম কন্টেনার ডিপোতে বিস্ফোরণে শ্রমিক নিহত এবং আহতের ঘটনায় কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তাহীনতার করুন চিত্র আবারো প্রকটভাবে ফুটে উঠেছে। তারা বলেন, ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে জানা যায়, বিস্ফোরিত কন্টেনারগুলোতে হাইড্রোজেন পারঅক্সাইড  নামক উচ্চমাত্রার দাহ্য পদার্থ ছিল। এ ধরনের দাহ্য পদার্থ হ্যান্ডলিং করার মত অভিজ্ঞ শ্রমিক নিয়োগ না করা এবং দাহ্য পদার্থ সম্বলিত কন্টেনার গুলোকে সাধারণ মালামালের জন্য সংরক্ষিত কন্টেনার গুলো হতে পৃথক স্থানে না রাখার কারনে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। সুতরাং গতকালের কন্টেনার বিস্ফোরণের দায় মালিক পক্ষ এড়াতে পারেনা। এছাড়া কর্মক্ষেত্রের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিস্ফোরক অধিদপ্তর সহ একাধিক সরকারী প্রতষ্ঠান নিয়োজিত থাকলেও তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেনা বলে এধরনের অনাকাংখিত দুর্ঘটনা বার বার ঘটতেছে।

শ্রমিক নেতৃবৃন্দ নিহত এবং আহত শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ ও আন্তর্জাতিক শ্রম মান অনুসরন পূর্বক লস অফ ইয়ার আর্নিংস এবং ভোগান্তি নির্নয় করে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।