গতকালের চট্টগ্রাম
পাঁচ-দশ ভারী বৃশটি হলেই ডুবে যাচ্ছে চট্টগ্রাম শহর। চট্টগ্রামবাসীকে এই জলবদ্ধতা থেকে মুক্তি দেয়ার দায়িত্ব সিটি কর্পোরেশনের মেয়রের। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সামান্য বৃশটি হলেই স্বয়ং মেয়র রেজাউল করিমের বাস ভাবনের চারপাশে প্রচন্ড জলবদ্ধতা তৈরি হয়। তাই সচেতন মহলের প্রশ্ন মেয়র নিজেই যেখানে জলবদ্ধতার শিকার হচ্ছে তিনি কীভাবে চট্টগ্রামবাসীকে জলবদ্ধতা থেকে মুক্ত করবেন?

