অস্ত্র দিয়ে মালিককে ফাঁসাতে গিয়ে র্যাবের জালে কর্মচারী
নগরীর টেরী বাজার এলাকার সিটি টাওয়ারের ল্যান্ডমার্ক টেইলার্সে অস্ত্র রেখে কাপড় ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার হয়েছেন দোকনের কর্মচারী এবং সহযোগী। শনিবার (২ জুলাই) দুপুরে দোকানটিতে মাদকদ্রব্য আছে মর্মে অভিযান চালায় র্যাব। এসময় মাদকদ্রব্য পাওয়া না গেলেও কাপড়ের র্যাকের পিছনে কাপড়দ্বারা মোড়ানো অবস্থায় ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। স্থানীয় লোকদের বরাত দিয়ে র্যাব জানায়, দোকান মালিক মোঃ এয়াকুব আলীর সাথে বিভিন্ন বিষয়ে তাদের পূর্ব শত্রুতার জেরে দোকান মালিককে ফাঁসানোর জন্য কৌশলে তার দোকানে আগ্নেয়াস্ত্রটি রেখেছিল দোকান কর্মচারী। একাজে মোজাম্মেল হক তাদেরকে অস্ত্রটি দিয়ে সাহায্য করে বলে জানায় র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, বাকলিয়া থানার বড়মিয়া মসজিদ এলাকার মৃত অজি উল্লাহর ছেলে আব্দুল শুক্কুর (৪০), নোয়াখালীর সেনবাগ থানার বাতানিয়া এলাকার আব্দুল লতিফের ছেলে মোঃ ইউসুফ সৌরভ (১৯) এবং চকবাজার থানার চাঁন মিয়া মুন্সি লেইন এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে মোজাম্মেল হক (৪২)। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র সিএমপি’র কোতোয়ালী থানায় হস্তান্তর করে ও এ বিষয়ে মামলা দায়ের করা হয়। # ০৩.০৭.২০২২ চট্টগ্রাম #