শীর্ষ খবর:
চলমান সংবাদ

ছবিটি কখন-কীভাবে তোলা হয়েছে?

সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্তের স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন সোমবার ঢাকা থেকে সকাল ৮টায় রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ সময় দুই প্রান্তে জনসাধারণের জন্য সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। প্রধানমন্ত্রীর গাড়ী বহরে ২৮টা গাড়ী ছিল। তিনি সরকারি এবং দলীয় কাজের জন্য টুঙ্গিপাড়ায় যান। তার সঙ্গে ছিলেন তার মেয়ে সায়মা ওয়াজেদ এবং ছেলে সজীব ওয়াজেদ। প্রধানমন্ত্রী ৮:৫০ মিনিটে সেতু পার হন। এর মাঝে মিনিট পাঁচেকের জন্য তিনি সেতুর উপর গাড়ী থেকে নামেন। সে সময় তারা সেখানে ছবি তোলেন এবং সজীব ওয়াজেদ তাঁর ফেসবুক পাতায় ছবিটা পোস্ট করেন।

# ০৪/০৭/২০২২ #