চলমান সংবাদ

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই শিশু মামাতো-ফুপাতো বোন। শুক্রবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার চৌধুরীহাট সিকদার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে তাদের নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলো- হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সিকদার পাড়া গ্রামের মো. ইকবালের মেয়ে ইসরাত জাহান (০৭) ও একই উপজেলার ফাতেয়াবাদ এলাকার মো. রাসেলের মেয়ে সুবর্ণা (০৭)। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সুবর্ণা ও ইসরাত বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় পুকুরে মাছ ধরার জাল দিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। স্বজনদের বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, পুকুরে গোসল করতে নেমে দুই শিশু পানিতে তলিয়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। তবে তাদের বাঁচানো যায়নি। হাসপাতালে আসা ইসরাতের চাচা মো. আলম জানিয়েছেন, পুকুরে জাল ফেলে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। নিহত সুবর্ণাদের বাড়ি হাটহাজারী উপজেলার ফতেয়ারাদ সন্দ্বীপ কলোনিতে। সে সম্পর্কে ইসরাতের ফুফাত বোন। বৃহস্পতিবার মায়ের সাথে সুবর্ণা মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
# ১৫।০৭।২০২২ চট্টগ্রাম #