চলমান সংবাদ

চট্টগ্রামে ফের বেড়েছে সবজি-মাছ ও মুরগির দাম

কোরবানির ঈদের পর ফের বেড়েছে সব ধরনের সবজি, মাছ ও মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির কেজিতে বেড়েছে অন্তত ১০ থেকে ১৫ টাকা। সে সঙ্গে মাছের কেজিতে ২০ থেকে ৩০ টাকা ও মুরগির কেজিতে অন্তত ১০ টাকা বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৫ জুলাই) নগরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি শসা ৮০ থেকে ৯০, বেগুন মানভেদে ৭০ থেকে ৮০, লাউ ৪০, চাল কুমড়া ৪০, মিষ্টি কুমড়া ৪০, করলা ৪০ থেকে ৬০, পটল ৩০ থেকে ৪০ টাকা, কাকরোল ৪০ টাকা এবং পেঁপে ও ঢেড়শ ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়। কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মো. সিরাজ বলেন, কোরবানের পর সবজির চাহিদা বেড়েছে। কিন্তু সে অনুযায়ী সরবরাহ কম। তাই দামটা একটু বাড়তি। এদিকে মাছের বাজারেও ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। মাছের কেজিতে বেড়েছে অন্তত ২০ থেকে ৩০ টাকা। বাজারে ২০ টাকা বেড়ে প্রতিকেজি রুই-কাতলা ৩শ’ থেকে ৩২০, শিং ৫শ’ থেকে ৫৫০, পাবদা সাড়ে ৪শ’, চিংড়ি ৬শ’ থেকে সাড়ে ৬শ’, কৈ মাছ ২৫০ থেকে ৩০০ টাকা, বোয়াল ৪শ’, সিলভার কার্প ২শ, সমুদ্রের কোরাল ৫শ’, মাগুর ৬শ ও পাঙ্গাস ১৮০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে কোরবানের সময় মুরগির দাম কমতির দিকে থাকলেও তা আবার বাড়তে শুরু করেছে। গত সপ্তাহে বয়লার মুরগি ১৩০ টাকা কেজিতে বিক্রি হলেও শুক্রবার ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হয়। তাছাড়া সোনালী মুরগি ৩২০ টাকা ও লেয়ার ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি গরুর মাংস ৭শ ও খাসির মাংস ৯শ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৫০ টাকা, চায়না আদা ৮০ থেকে ১শ টাকা, দেশি আদা ৬০ থেকে ৭০ টাকা, দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা ও চায়না রসুন ১২০ টাকায় বিক্রি হয়। অপরদিকে প্রতিকেজি সাদা চিনি ৮৫ টাকা, লাল চিনি ১শ’ টাকায় বিক্রি হয়। # ১৫.০৪.২০২২ চট্টগ্রাম #