জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রামের নিচু এলাকা
কয়েকদিন ধরেই প্রচন্ড রোদ, তীব্র গরম। বৃষ্টির কোন দেখা নাই। এই কাকফাটা রোদেও শুধুমাত্র জোয়ারের পানিতে তলিয়েছে নগরীর নিচু এলাকা। শুক্রবার (১৫ জুলাই) হঠাৎ জোয়ারের পানিতে নগরীর আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চকবাজারসহ বিভিন্ন এলাকার পাশাপাশি ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের বিভিন্ন দোকান প্লাবিত হয়। এতে বিপাকে পড়েন সেখানকার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে জোয়ারের পানিতে তলিয়ে নগরীর নি¤œাঞ্চল প্লাবিত হলেও বৃহস্পতিবার ও শুক্রবার জোয়ারের পানির উচ্চতা ছিল বেশি। শুক্রবার জোয়ারের সর্বোচ্চ উচ্চতা ছিল ৫ দশমিক ৪১ মিটার। এতে অনেকের বাসাবাড়িতেও জোয়ারের পানি ঢুকে পড়ে। এসব নি¤œাঞ্চলে রিকশা কিংবা অটোরিকশায় চলাফেরায় গুণতে হয়েছে দ্বিগুণ ভাড়া। খাতুনগঞ্জের ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলছেন, শুধু বর্ষা মৌসুমের দুয়েকদিন নয়, এ চিত্র সারা বছরের। জোয়ারের পানিতে নিমজ্জিত হচ্ছে কোটি কোটি টাকার পণ্য। এর প্রধান কারণ অব্যবস্থাপনা। খালগুলোর সংস্কার নেই, স্লুইচগেট নেই, কোন ধরনের তদারকি নেই। এর মাসুল গুনতে হচ্ছে মূল্যবান খাদ্য পণ্য পচিয়ে। দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে এ দূরবস্থা দেখার যেন কেউ নেই। চট্টগ্রামের খাতুনগঞ্জ শুধু নয়, সংলগ্ন আছাদগঞ্জ, চাক্তাই, চালপট্টি, শুঁটকি পট্টি, রশিদ বিল্ডিং, আগ্রাবাদের কমার্স কলেজ রোড, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনের সড়ক, আগ্রাবাদ সিডিএ এলাকায় অবস্থিত মা ও শিশু হাসপাতালসহ বিরাট একটি এলাকার সড়কগুলো প্রায় সারাবছরই জোয়ারের পানিতে তলিয়ে থাকে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, বঙ্গোপসাগরে হঠাৎ সৃষ্ট সুষ্পষ্ট লঘুচাপের সঙ্গে পূর্ণিমার জোয়ারের কারণে বৃষ্টি ছাড়াই তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অনেক এলাকা। পাশাপাশি সুষ্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে এ ভোগান্তি আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিনে জোয়ারের উচ্চতা আরও বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, সাগরে সুষ্পষ্ট লঘুচাপ ও পূর্ণিমার কারণে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আগামী দু’য়েক দিন জোয়ারের পানি আরও বাড়তে পারে। # ১৫.০৭.২০২২ চট্টগ্রাম #