সাম্প্রদায়িক হামলার ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
ফেসবুক স্ট্যাটাসে কথিত ধর্মঅবমাননার অভিযোগ এনে নড়াইলের লোহাগড়ায় হিন্দুদের শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে, লুটপাট করে এবং নারী-পুরুষ-শিশুদের নির্যাতনের ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছে চট্টগ্রামের সচেতন নাগরিক। ‘নিপীড়নের বিরুদ্ধে চট্টগ্রাম’ ব্যানারে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ সোমবার (১৮ জুলাই) বিকেলে নগরীর চেরাগী মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে বলে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মন্তব্য করেছেন। এসব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় সরকারের সর্বনি¤œ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ের রহস্যজনক নীরবতা আর নির্লিপ্ততায় মুখে কালো কাপড় পড়ে উম্মা প্রকাশ করেন। তারা আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে টার্গেট করে নির্যাতন, নিপীড়ন এবং হত্যাসহ ঘরবাড়ি জ্বালিয়ে এবং লুটপাটের মধ্য দিয়ে চলমান ঘটনাসমূহকে অতীতের মতো আবারও এথনিক ক্লিনজিং পদ্ধতিতে হিন্দু শুন্য বাংলাদেশ প্রতিষ্ঠার নীল নকশা বলে অবিহিত করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রকৌশলী সৌমেন দাশ, মিলন দাশ, কবি ও শিক্ষক সাবিনা পারভীন লিনা, মুস্তফা কামাল আখতার, প্রাবন্ধিক ও শিক্ষক কাঞ্চনা চক্রবর্তী, সাংবাদিক প্রীতম দাশ, বিধুভূষণ দাশ বিধান, গদ্যকার বিচিত্রা সেন, সুচিত্রা চৌধুরীসহ সংবেদনশীল নাগরিকগন। অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে ছিলেন মহুয়া ভট্টাচার্য। # ১৮.০৭.২০২২ চট্টগ্রাম #