পোশাক কর্মী গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৬
নগরীতে এক পোশাক কর্মীকে দলবেধেঁ ধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ তথ্য পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার তিনজনের কাছ থেকে তথ্য নিয়ে বাকি তিনজনকে মঙ্গলবার (১৯ জুলাই) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফারুক হোসেন, আব্দুর রহমান, আরিফ, সাইফুল ইসলাম, খালেক ও হোসেন। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, রোববার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ২৩ বছরের একজন পোশাককর্মী গৃহবধূ রিকশায় করে একা জিইসি মোড় পার হয়ে ষোলশহরের দিকে যাচ্ছিলেন। জিইসি মোড়ে সাদিয়া’স কিচেন রেস্তোঁরার সামনে রিকশার পথরোধ করে কয়েকজন তরুণ। তাকে টেনেহিঁচড়ে ফ্লাইওভারের নিচে অন্ধকারে একটি ভাসমান দোকানের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়জন মিলে তাকে ধর্ষণ করেন। ওসি বলেন, ওই গার্মেন্টস শ্রমিককে নিয়ে আসা রিকশাচালক আব্দুল হান্নানের মোবাইল ছিল না। নির্যাতনের সময় চিৎকার শুনে তিনি অন্য আরেকজন রিকশাচালকের মাধ্যমে ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে আমরা ওই গৃহবধূকে উদ্ধার করি। বাকি তিনজন পালিয়ে যায়। পরে গ্রেপ্তার তিনজনের কাছ থেকে তথ্য নিয়ে ঘটনায় জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।ঘটনায় জড়িত সকলের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এরা জিইসি মোড় এলাকার এবং নি¤œ আয়ের লোকজন। এ ঘটনায় গৃহবধূর বড়ভাই বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেছেন। আক্রান্ত নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। # ১৯.০৭.২০২২ চট্টগ্রাম #