ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত পর্বের লড়াইয়ে ভারতীয় বংশদ্ভুত ঋষি সুনক।
গত ৭ জুলাই প্রধানমন্ত্রী ও দলীয় নেতার পদ থেকে বরিস জনসন ইস্তফা দেওয়ার পরেই কনজারভেটিভ দলে তাঁর উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রাথমিক যুদ্ধে জিতে, এখন চূড়ান্ত পর্বের লড়াইয়ে আছেন প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল, মোটামুটি চূড়ান্ত পর্বে তিনি পৌঁছবেনই।। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঋষির সঙ্গে লড়াই হতে যাচ্ছে লিজ ট্রাসের। পঞ্চম রাউন্ডের ভোটাভুটিতে ছিটকে গেলেন আর এক মহিলা প্রতিদ্বন্দ্বী পেনি মডান্ট। এই রাউন্ডে কনজারভেটিভ বা টোরি এমপিদের মধ্যে ১৩৭ জন ভোট দিয়েছেন ঋষিকে। লিজ পেয়েছেন ১১৩ ভোট। পেনি ১০৫টি। প্রথম থেকে পঞ্চম রাউন্ড পর্যন্ত লড়াইয়ে ভোট দিয়েছেন কনজারভেটিভ পার্টির এমপিরাই। আসল লড়াইটা হতে যাচ্ছে এ বার। শুধু ব্রিটেনের হাউস অব কমন্সে নির্বাচিত দলীয় এমপিরাই নন, এ বার চূড়ান্ত পর্বে ভোট দেবেন কনজারভেটিভ পার্টির দেড় লক্ষাধিক সদস্য। এই সংখ্যা কত তা নির্দিষ্ট করে জানা যায়নি। ২০১৯ সালে বরিস জনসনকে নির্বাচিত করার সময় দলের সদস্য সংখ্যা ছিল এক লক্ষ ৬০ হাজার। বিবিসির ধারণা, এই সংখ্যা এ বার বেড়েছে। চলতি মাস থেকেই শুরু হয়ে যাবে চূড়ান্ত দফার ভোটগ্রহণের প্রক্রিয়া। এই পর্যায়ে কনজারভেটিভ দলের সদস্যদের ঠিকানায় যাবে ব্যালট পেপার। তাঁরা তাতে নিজেদের পছন্দ জানাবেন। ৫ সেপ্টেম্বর চূড়ান্ত দফার ভোটের ফল বেরলে জানা যাবে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম। চূড়ান্ত দফার ভোটে জয় পেলে ভারতীয় বংশোদ্ভূত ঋষিই হবেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী।
– প্রগতির যাত্রী আন্তর্জাতিক ডেস্ক