জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে বাসদ(মার্কসবাদী)’র সমাবেশ
জলাবদ্ধতা নিরসনের দাবিত বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৫ টায় সিনেমা প্যালেস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ,সদস্য জাহেদ উন নবী কনক,দীপা মজুমদার।
সমাবেশে বক্তারা বলেন,”বর্ষায় চট্টগ্রাম নগরবাসীর এক আতঙ্কের নাম-জলাবদ্ধতা সমস্যা।চট্টগ্রাম শহরের সামান্য হাতেগোনা কিছু এলাকা বাদে প্রতিটি এলাকা বর্ষাকালে পানির নিচে তলিয়ে যায়।২০২১-এ পথ চলতে গিয়ে চার মাসে খালে পড়ে ৪ জন মানুষের মৃত্যু হয়েছে।নালা-নর্দমা, খালের পাড়গুলোতে দূর্ঘটনা রোধে কোন সাইড ওয়াল এবং পাড়ার ভেতরে অধিকাংশ নালা-নর্দমায় কোনো স্ল্যাব নেই।সিডিএর জলাবদ্ধতা নিরসনে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে ১০৯২১ কোটি হলেও,দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে নগরবাসী আজও মুক্তি পায়নি। চট্টগ্রাম শহরের পরিকল্পিত উন্নয়নের জন্য ১৯৯৫ সালে সিডিএ প্রণীত মাস্টারপ্ল্যান ও ড্র্যানেজ প্ল্যান বাস্তবায়ন হলে এ সংকট সৃষ্টি হতোনা।মূলত মাস্টারপ্ল্যান ও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে একের পর এক প্রকৃতিবিরোধী ও অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন,শাসকদলের আশ্রয়ে নগরীর পুকুর-দীঘি-খাল-কর্ণফুলী দখল ও ভরাট করে বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ,সিটি কর্পোরেশন-সিডিএ-পানি উন্নয়ন বোর্ড সহ সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা,নানা ধরনের প্রকল্পের কাজের কারণে নালা-নর্দমা ভর্তি হয়ে যাওয়া, দীর্ঘদিন যাবত নালা-নর্দমা,খাল খনন না করায়, নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য উদ্যোগের ঘাটতি, পলিথিনের ব্যবহার-এগুলো জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি করেছে।সর্বোপরি এর মূলে আছে শাসকদল ও নগর কর্তৃপক্ষের জনগণের প্রতি চূড়ান্ত দায়হীনতা।
বক্তারা অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে নগরীর সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে জরুরী ভিত্তিতে কাজের সমন্বিত উদ্যোগ গ্রহণ,নালা নর্দমা,খাল-কর্ণফুলী খনন-পুনঃখনন করা,
কর্ণফুলি,চাক্তাই খালসহ নগরীর খাল-নালা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার দাবি জানান।”
সংবাদ প্রেরকঃ রিপা মজুমদার
ছবির ক্যাপশনঃঅবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবিতে বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ।