চলমান সংবাদ

পার্কভিউ হসপিটালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

– কোন ডায়াগনোস্টিক পরীক্ষা না করে টাকা আদায়

সম্প্রতি নগরীর পাচলাইশ থানায় অবস্থিত পার্কভিউ নামের একটা হসপিটালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনরা দাবি করেছেন কোন চিকিৎসা সেবা না দিয়েই মাত্র ৬ ঘন্টা অবস্থানের জন্য রোগীর নিকট হতে সাড়ে ১১ হাজার টাকা বিল আদায় করা হয়েছে যার মধ্যে ডায়াগনোস্টিক পরীক্ষার কথা উল্লেখ করে ৬ হাজার  ৩ শত ১৮ টাকা নেয়া হলেও করা হয়নি কোন পরীক্ষা।

ঘটনার বিবরনে জানা যায়, কামরুজ্জামান নামে এক ব্যক্তির বন্ধু অসুস্থ্য হয়ে আতুরার ডিপোতে হিলভিউ নামক একটি হসপিটালে ভর্তি হলে ঐ হসপিটালে আল্ট্রাসনোগ্রাফি করানোর পর এপেন্ডিসাইটিস পজিটিভ পাওয়া যায়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য তিনি রোগিকে নিয়ে আসেন নগরীর কাতাল গঞ্জে অবস্থিত পার্ক ভিউ হসপিটালে। সেখানে প্রায় ৬ ঘণ্টা অপেক্ষার পরও কোন চিকিৎসা সেবা না পেয়ে সেখান থেকে নিয়ে যান ট্রিটমেন্ট হসপিটালে। উল্লেখ্য কোন চিকিৎসা সেবা না দিয়েই মাত্র ৬ ঘন্টা অবস্থানের জন্য পার্ক ভিউ হসপিটাল সাড়ে এগার হাজার  টাকা বিল দাবি করে। রোগির পক্ষ থেকে উক্ত দাবিকৃত টাকা পরিশোধও করা হয়। কিন্তু পার্ক ভিউ হসপিটালেরই কোন এক ওয়ার্ড বয় রোগীর বন্ধুকে টেলিফোন করে ডেকে নিয়ে জানান উক্ত বিলের মধ্যে ডায়াগনস্টিক পরীক্ষা বাবদ ৬ হাজার  ৩ শত ১৮ টাকা কোন প্রকার পরীক্ষা না করেই নেয়া হয়েছে। বিষয়টি জানার পর রোগীর বন্ধু একাউন্টস সেকশানে গিয়ে উক্ত অতিরিক্ত টাকা দাবি করলে তারা উক্ত টাকা পরিশোধে নানান তালবাহানা করছেন বলে রোগীর ঐ বন্ধু জানিয়েছেন। এতে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।  বিশেষ করে পার্কভিউ হসপিটালের মত বড় প্রতিষ্ঠানগুলোও যদি রোগীদের সাথে এ ধরণের প্রতারনার আশ্রয় নেয় তাহলে চট্টগ্রামের চিকিৎসা সেবার যে কী বেহাল দশা তা সহজে অনুমেয়। এব্যাপারে সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করা হয় চট্টগ্রামের সচেতন মহলের পক্ষ থেকে।

# ২৪/০৭/২০২২, চট্টগ্রাম #