চলমান সংবাদ

মিথ্যা ঘোষণায় আনা আরো এক কনটেইনার বিদেশী মদ চট্টগ্রাম বন্দরে আটক

চট্টগ্রাম বন্দরের ভেতর এবার আরো এক কনটেইনার বিদেশী মদ আটক করেছে কাস্টম হাউস। রোববার (২৪ জুলাই) দুপুরে কাস্টমসের কায়িক পরীক্ষা শেষে বিষয়টি ধরা পড়ে। মিথ্যা ঘোষণা এসব বিদেশী মদ আনা হয়েছিল। বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে চালানটি আটক করে চট্টগ্রাম কাস্টমসের নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা (এআইআর) টিম।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই চীন থেকে এসব মদ চট্টগ্রাম বন্দরে আসে। পলিয়েস্টার সুতা ঘোষণা দিয়ে আইপি জালিয়াতির মাধ্যমে নীলফামারীর উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের নামে এসব মদ আনা হয়। এটির সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ। মদের চালানটি খালাসের জন্য ২০ জুলাই এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব অ্যান্ট্রি দাখিল করে সিএন্ডএফ প্রতিষ্ঠানটি। এতে শুল্কায়নের জন্য শতভাগ পলিয়েস্টার সুতা ঘোষণা দেওয়া হয়।

কাস্টমসের এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, ওই কনটেইনারে কি পরিমাণ, কোন কোন ব্রান্ডের মদ রয়েছে তা ইনভেন্ট্রি শেষে জানানো হবে।

এর আগে গত শুক্রবার (২২ জুলাই) দিনগত রাতে মেশিনারি ও ববিন ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে নিয়ে আসা দুই কনটেইনার মদ নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে জব্দ করা হয়। র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও হাইওয়ে পুলিশের সহায়তায় দুই লরিতে থাকা ৪০ ফুটের মদের কনটেইনার দুটি জব্দ করেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। জব্দ হওয়া ওই দুই কন্টেইনার মদের চালানে ২৪ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয় বলে জানিয়েছে কাস্টমস।

রোববার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক জানান, নারায়ণগঞ্জ থেকে মদের চালান আটকের পর কনটেইনার দুটির পরীক্ষা সম্পন্ন হয়েছে। কনটেইনার দুটিতে ১ হাজার ৩৩০ কার্টনে বিভিন্ন ব্রান্ডের ৩১ হাজার ৬২৫ দশমিক ৫ লিটার বিদেশি মদ পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ৪ কোটি ৪৬ লাখ টাকা। এতে ২৪ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে।

তিনি জানান, কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে ২০ জুলাই টেক্সটার্ড ইয়ান অব পলিয়েস্টার ১০০ শতাংশ রিসাইকেলড পোস্ট ঘোষণায় চীন থেকে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। গত ২০ জুলাই উভয় পণ্য চালানের শুল্কায়ন সম্পন্ন হয়। দুটি পণ্য চালান আমদানির জন্য বেপজা থেকে ইমপোর্ট পারমিট ইস্যু করা হয়েছিল।

একইদিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল মিলস লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। সিঅ্যান্ডএফ হিসেবে ছিল চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ।

কাস্টমস সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মদ ভর্তি দুটি কনটেইনার খালাস হওয়ার গোপন খবর আসে কাস্টমসের কাছে। এরপর চালানটি আটকের দ্রুত পদক্ষেপ নেয় কাস্টমস। কিন্তু ততক্ষণে জালিয়াত চক্রটি আগেই মদ ভর্তি লরি দুটি খালাস করে বন্দর থেকে বের করে নেয় বলে জানতে পারে কাস্টমসের এআইআর শাখা।

এরপর কাস্টমসের পক্ষ থেকে মদবাহী লরি দুটি আটকে র‌্যাব, হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সংযোগিতা চাওয়া হয়। রাতেই র‌্যাব উন্নত প্রযুক্তির সহায়তায় গাড়ি দুটির অবস্থান শনাক্ত করে। এরপর কাস্টমসের এআইআর শাখার টিম ঘটনাস্থলে গিয়ে লরিতে থাকা মদের চালানের সত্যতা পান।

# ২৪.০৭.২০২২ চট্টগ্রাম #