পিস্তলের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতো তারা, গ্রেফতার ৩
মিরসরাইয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৭ জুলাই) মিরসরাই সদরের বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- জোরারগঞ্জ থানাধীন পূর্ব দূর্গাপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র রিয়াজ উদ্দিন (৩০), মিরসরাই থানাধীন মধ্যম মঘাদিয়া গ্রামের খোরশেদ আলমের পুত্র আব্দুল কাদের (২৯) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন সাহেবগ্রামের আবুল হাসেমের পুত্র রবিউল হোসেন (৩০)। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্রটি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ তারা এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। গত ইউপি নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করেছিল তারা। এছাড়া বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতেও অস্ত্রটি ব্যবহার করা হতো। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। # ২৭.০৭.২০২২ চট্টগ্রাম #