প্রাথমিক শিক্ষকদের বন্ধ থাকা অনলাইনে বদলী চালু হচ্ছে আগামীকাল
দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলী চালু হচ্ছে আগামীকাল।
আগামীকাল (২৭ জুলাই) সকাল ১১ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বদলী কার্যক্রমের উদ্বোধন করবেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলীকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদেরে যাতে কোথাও ধর্না দিতে না হয় সে জন্য অনলাইনে শিক্ষক বদলীর কার্যক্রম গ্রহণ করে সরকার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়ন কিছুটা বিলম্ব হয়। চলতি বছরের ৩০ জুন, গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ১৫ জুলাই পর্যন্ত যে সব শিক্ষকরা বদলীর আবেদন করেছেন তাদেরকে বদলীর আওতায় আনা হবে। পাইলটিং কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলীর কার্যক্রম শুরু হবে।
# ২৭/০৭/২০২২, ঢাকা #