বস্তা ভর্তি ফেনসিডিলসহ র্যাবের হাতে ধরা মাদক ব্যবসায়ী
ফটিকছড়িতে আফিম ও ফেন্সিডিলসহ মো. জয়নাল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সোয়া ৮ টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের আকবর পাড়া থেকে তাকে আটক করা হয়। মো. জয়নাল, ভূজপুর থানার অলিপুর এলাকার মৃত আবু আহম্মদের ছেলে। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, এক মাদক ব্যবসায়ী সিএনজি অটোরিকশায় করে মাদকের একটি বড় চালান নিয়ে নারায়নহাট ইউনিয়নের আকবর পাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নালকে আটক করা হয়। এসময় সিএনজি অটোরিকশার চালকের সিটের নিচ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও একটি কালো পলিথিনের ভিতর থেকে ৫ শত ৩০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জয়নাল দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেনসিডিল, আফিম খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
# ২৭।০৭।২০২২ চট্টগ্রাম #