সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল করার চুক্তি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে-সিআরবি রক্ষা মঞ্চের বর্ষপূর্তির সমাবেশে নেতৃবৃন্দ
‘‘সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের সংস্থা হিসেবে সিআরবি রক্ষা মঞ্চ গড়ে উঠেছিল।সে আন্দোলন এখনও চলমান।ব্যাপক জালিয়াতি,মিথ্যাচার ও তথ্য গোপন করে রেলওয়ে কর্তৃপক্ষ ইউনাইটেড গ্রুপকে প্রাইভেট হাসপাতাল করার জন্য সিআরবিতে ছয় একর জায়গা লিজ দেওয়ার চুক্তি করেছিল। আমরা সে চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করার দাবি জানিয়েছিলাম।কিন্তু এখনও সে চুক্তি বাতিল করা হয়নি।মাফিয়াতন্ত্রের লুটপাটের এ চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।আমাদের এ আন্দোলন সিআরবিসহ জনগণের সম্পদ মাফিয়াগোষ্ঠীর লুটপাটের হাত থেকে রক্ষা করার সংগ্রাম।আমরা দেখছি,পতেঙ্গা সৈকতও সিডিএ ব্যবসাীগোষ্ঠীর হাতে ইজারা দেওয়ার চক্রান্ত করছে।আন্দোলন জোরদার করেই সিআরবি ও পতেঙ্গা সৈকত রক্ষা করতে হবে। ’’
সিআরবি রক্ষা মঞ্চের বর্ষপূর্তির সমাবেশে ডাঃ মাহফুজুর রহমান এ কথা বলেন। সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর